নন্দীগ্রামে চোলাইমদ বিক্রয় ও সেবনের অপরাধে গ্রেপ্তার ২
প্রকাশ: ৪ জুলাই ২০২২, ২০:২৪ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ০৫:১৩
বগুড়ার নন্দীগ্রামে চোলাইমদ বিক্রয় ও সেবনের অপরাধে ২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। থানার উপপরিদর্শক (এসআই) চাঁন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার সন্ধ্যায় নন্দীগ্রাম ইউনিয়নের হাটলাল গ্রামে অভিযান চালিয়ে হাটলাল পশ্চিমপাড়ার মোহাম্মদ আলীর ছেলে গোলাম রব্বানী (৫৫) কে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ গ্রেপ্তার করে। এছাড়া সেসময় চোলাইমদ সেবন করায় নাটোর জেলার সিংড়া উপজেলার পাঁচপাকিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে আল-মামুন (৩৫) কে গ্রেপ্তার করেছে। রবিবার থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে। থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত