নন্দীগ্রামে চেয়ারম্যান প্রার্থী কামালের মনোনয়নপত্র দাখিল
  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
                                    
                                    প্রকাশ: ২৪ নভেম্বর ২০২১, ২০:৩২ | আপডেট : ৩ নভেম্বর ২০২৫, ১৯:৪৫
                                        
                                    চতুর্থ ধাপে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই উপজেলার ৪টি ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা আসনের সদস্য ও সাধারণ সদস্য পদপ্রার্থীরা মনোনয়নপত্র ফরম উত্তোলন ও জমা দেওয়া শুরু করেছে।
বুধবার (২৪ নভেম্বর) ২নং নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক রেজাউল করিম কামাল উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আব্দুস সালামের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলের পর তিনি বলেন, ২নং নন্দীগ্রাম ইউনিয়নের উন্নয়ন ও জনগণের কল্যাণে আমি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করছি। আশাকরি জনগণ আমাকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত করবে।
- সর্বশেষ খবর
 - সর্বাধিক পঠিত