নন্দীগ্রামে চালককে মারপিট করে ইজিবাইক ছিনতাই
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৭ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:১২
বগুড়ার নন্দীগ্রামে চালককে মারপিট করে জমির মধ্যে ফেলে রেখে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে নন্দীগ্রাম শহরের কাথম-কালিগঞ্জ সড়কের ঢাকইর-নামুইট গ্রামের মাঝ।
নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের নিজস্ব ইজিবাইক চালক রাশেদুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে প্রতিদিনের মতো চাকলমা গ্রামের বাড়ি থেকে ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে আসি। সেখান থেকে পাটগাড়ি যাবার কথা বলে দুইজন পুরুষ ও একজন মহিলা যাত্রী বেশে ইজিবাইকে উঠে পাটগাড়িতে যাবার কথা বলে। এরপর আমি ইজিবাইক নিয়ে পাটগাড়ির উদ্দেশ্যে রওনা দেই। তারপর জনতা মার্কেটের সামনে থেকে আরো দুইজন পুরুষ যাত্রী বেশে ইজিবাইকে উঠে। তারপর উল্লেখিত স্থানে পৌঁছিলে তারা সুযোগ বুঝে আমার হাত-পা ও মুখ বেঁধে মাথায়, গলায় এবং বুকে ছুরি ঠেকিয়ে ভয় দেখিয়ে বেধড়ক মারপিট করে জমির মধ্যে ফেলে রেখে ইজিবাইক ছিনতাই করে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।
এবিষয়ে নন্দীগ্রাম থানার এসআই নাজমুল হক জানান, ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। আমরা ছিনতাই হয়ে যাওয়া ইজিবাইকটি উদ্ধার করার চেষ্টা করছি। আশা করি তা উদ্ধার হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত