নন্দীগ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে মাদ্রাসা শিক্ষকের আত্মহত্যা

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১৯:০১ | আপডেট : ২ এপ্রিল ২০২৫, ০১:৫৩

বগুড়ার নন্দীগ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে আব্দুর রহমান তোফা (৪৫) নামে এক মাদ্রাসা শিক্ষক আত্মহত্যা করেছে। শনিবার (২৯ মার্চ) ওই মাদ্রাসা শিক্ষক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আব্দুর রহমান তোফা নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ভাটগ্রাম পূর্বপাড়ার নওশের আলীর ছেলে।
সে নুনদহ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার গণিত বিভাগের শিক্ষক ছিলেন। গত শুক্রবার (২৮ মার্চ) বিকেলে ওই শিক্ষক গ্যাস ট্যাবলেট সেবন করে। স্থানীয় সুত্রে জানা যায়, পারিবারিক কলহের কারণে আব্দুর রহমান তোফা আত্মহত্যা করেছে। তার দুটি কন্যা সন্তান রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত