নন্দীগ্রামে গাঁজার গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২ এপ্রিল ২০২৪, ১৯:৫৯ |  আপডেট  : ২৬ ডিসেম্বর ২০২৪, ০০:৪২

বগুড়ার নন্দীগ্রামে গাঁজার গাছসহ  জাকির হোসেন (৪৩) নামে এক গাঁজা চাষিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

থানা সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ উপজেলার ভাটরা ইউনিয়নের বিলসা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে জাকির হোসেনের বসতবাড়িতে অভিযান চালিয়ে একটি গাঁজার গাছ উদ্ধারসহ গাঁজা চাষি জাকির হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হন। 

উদ্ধারকৃত গাঁজার গাছটির উচ্চতায় প্রায় ৮ ফুট এবং ওজন ২ কেজি ৮০০ গ্রাম। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। থানা পুলিশ সোমবার তাকে বগুড়া আদালতে প্রেরণ করে। সোমবার সন্ধ্যায় থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন এ তথ্য নিশ্চিত করেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত