নন্দীগ্রামে খেলোয়াড়দের মাঝে ফুটবল ও জার্সি বিতরণ 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২২, ১৯:২০ |  আপডেট  : ৪ জানুয়ারি ২০২৫, ১৮:২৯

নন্দীগ্রাম উপজেলার ২নং নন্দীগ্রাম ইউনিয়নের তেঘরী গ্রামের ফুটবল খেলোয়াড়দের মাঝে ফুটবল ও জার্সি বিতরণ করেছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে তিনি তেঘরী গ্রামের ফুটবল খেলোয়াড়দের মাঝে এসব বিতরণ করেন। এডিপির অর্থায়নে ফুটবল ও জার্সি বিতরণ করা হয়। সেসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রয়েল, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন সুমন, ধর্মবিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, যুবলীগ নেতা আব্দুল মান্নান মোল্লা, রণজিত কুমার শীল, আসকান আলী, রুহুল আমিন ও রবিন প্রমুখ।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত