নন্দীগ্রামে খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ একজন গ্রেপ্তার

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ১৭:০৪ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ০০:৫৮

বগুড়ার নন্দীগ্রামে খাদ্যবান্ধব কর্মসূচির ৫৪০ কেজি (১৮ বস্তা) চালসহ একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত অটোভ্যান চালক জাহাঙ্গীর আলম (২৮) উপজেলার বুড়ইল ইউনিয়নের আইলপুনিয়া গ্রামের মখলেছুর রহমানের ছেলে। 

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে খাদ্যবান্ধব কর্মসূচির ওই চাল নিয়ে অটোভ্যান চালক জাহাঙ্গীর আলম কুন্দারহাট-ধুন্দার সড়কের মানুষমারী নামক স্থান হয়ে ধুন্দার বাজারের দিকে যাচ্ছিলো। সেসময় এলাকাবাসী তা দেখতে পেয়ে অটোভ্যানে চালসহ তাকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ এসে চালগুলো জব্দসহ অটোভ্যান চালক জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, ওই ঘটনায় থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলমকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত