নন্দীগ্রামে কারাম উৎসব উদযাপিত 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২২, ২১:০৯ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ০০:৫৩

বগুড়ার নন্দীগ্রামে আদিবাসী সম্প্রদায়ের কারাম উৎসব উদযাপিত হয়েছে। উপজেলার ২নং নন্দীগ্রাম ইউনিয়নের ইউসুফপুর গ্রামের আদিবাসী সম্প্রদায় বুধবার (৭ সেপ্টেম্বর) দিনব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে কারাম উৎসব উদযাপন করে। বিকেলে কারাম উৎসব পরিদর্শন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত। সেসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের  যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রয়েল, যুবলীগ নেতা আব্দুল মান্নান মোল্লা, আসকান আলী, রণজিত কুমার শীল, রাশেদুল ইসলাম রবিন, সন্তোষ কুমার, আদিবাসী নেতা বিমল চন্দ্র উরাঁও, জলো চন্দ্র উরাঁও, সঞ্জয় কুমার উরাঁও, সবুজ চন্দ্র উরাঁও, নির্মল চন্দ্র উরাঁও, দিলীপ চন্দ্র উরাঁও, উজ্জ্বল চন্দ্র উরাঁও, কার্তিক চন্দ্র উরাঁও ও কানাই চন্দ্র উরাঁও প্রমুখ।   

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত