নন্দীগ্রামে এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের বাজার গরম
প্রকাশ: ১১ আগস্ট ২০২১, ১৫:৪৭ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২১:৪৯
বগুড়ার নন্দীগ্রামে এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের বাজার গরম হয়ে উঠেছে। গত বুধবার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাটে যে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৫০-৬০ টাকা কেজি দরে। আজ বুধবার (১১ আগস্ট) তা বিক্রয় হচ্ছে প্রায় ২০০ টাকা কেজি দরে। মঙ্গলবার (১০ আগস্ট) নন্দীগ্রামহাটেও একই দরে কাঁচা মরিচ বিক্রয় হয়েছে। কাঁচা মরিচের বাজার গরম হওয়ায় ক্রেতারা বিপাকে পড়েছে। এদিকে বিক্রেতারা বলছে আড়তে মরিচ বেশি দামে কিনতে হয়েছে। তাই বেশি দামে কাঁচা মরিচ বিক্রয় করতে হচ্ছে।
বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি বিন্দু মরিচ বিক্রয় হচ্ছে ১৭০-১৮০ টাকা ও অন্যান্য কাঁচা মরিচ ১৬০ টাকা দরে। হাট-বাজারে অন্যান্য সবজির দাম গত সপ্তাহের মতোই রয়েছে। প্রতি কেজি পটল ২০-২৫ টাকা, করলা ৫০-৫৫ টাকা, কাঁকরোল ২০-২৫ টাকা, বেগুন ৪০-৫০ টাকা, ঝিঙে ৩০-৩৫ টাকা, ও ঢেঁড়স ৩০-৪০ টাকায় বিক্রয় হচ্ছে।
সবজি বিক্রেতা আব্দুল লতিফ জানান, আমরা কাঁচা মরিচ ও সবজিগুলো বিভিন্ন এলাকা থেকে ক্রয় করে নিয়ে আসি। বাড়তি দামে আমাদের কাঁচা মরিচ কিনতে হয়েছে। এজন্য বেশি দামে বিক্রয় করতে হচ্ছে। আমরা ইচ্ছাকৃতভাবে বেশি দামে কাঁচা মরিচ বিক্রয় করছি না। টানা বৃষ্টির কারণে মরিচের গাছ নষ্ট হয়ে গেছে। এজন্য আড়তে কাঁচা মরিচ খুব কম পাওয়া যাচ্ছে। বাজারে সবজি কিনতে আসা অসিম কুমার রায় জানান, বাজারে সবজির দাম স্বাভাবিক থাকলেও কাঁচা মরিচের দাম অনেক বেড়েছে। তাই বেশি দামে কিনতে হচ্ছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত