নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গ্রিল কেটে চুরি

  নাজমুল হুদা

প্রকাশ: ৯ জুলাই ২০২৪, ১১:৫৯ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ০০:২৮

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গ্রিল কেটে নগদ ১ লক্ষ ২৫ হাজার টাকাসহ একটি ল্যাপটপ ও তিনটি ট্যাব চুরির ঘটনা ঘটেছে। এ চুরির ঘটনায় রবিবার (৭ জুলাই) নন্দীগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল জানান, শনিবার (৬ জুলাই) দিবাগত রাতে অফিস সহায়কের রুমের গ্রিল কেটে চোরেরা ভিতরে প্রবেশ করে নগদ ১ লক্ষ ২৫ হাজার টাকাসহ একটি ল্যাপটপ তিনটি ট্যাব চুরি করে নিয়ে যায়। 

তিনি আরও বলেন, রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে দেখা যায় অফিস সহায়কের রুমের গ্রিল কাটা। পরে ভিতরে প্রবেশ করে দেখা যায় অফিসে রাখা নগদ ১ লক্ষ ২৫ হাজার টাকা ও একটি ল্যাপটপ তিনটি ট্যাব চুরি করে নিয়ে গেছে চোরেরা। এ চুরির ঘটনায় নন্দীগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। 

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সন্দেহজনক ৪জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
 

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত