নন্দীগ্রামে আরসিসি রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪, ১৪:২৪ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ০৯:০৪
বগুড়ার নন্দীগ্রামে আরসিসি রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার ২নং নন্দীগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পাকুরিয়াপাড়া গ্রামে রাজস্ব তহবিলের অর্থায়নে ৩৫০ ফুট আরসিসি রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন করেন ২নং নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল।
সেসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। ২নং নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল জানান, এই ইউনিয়নের রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। তাই ২নং নন্দীগ্রাম ইউনিয়ন আর অবহেলিত থাকবে না ইনশাআল্লাহ।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত