নতুন পে-স্কেল নয়, আলোচনায় মহার্ঘ ভাতা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৩, ১২:৩০ |  আপডেট  : ৩০ এপ্রিল ২০২৪, ০১:৪৭

সর্বশেষ অষ্টম জাতীয় পে-স্কেল কার্যকর হয় প্রায় আট বছর আগে ২০১৫ সালে। দীর্ঘ এ সময়ে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির সঙ্গে জীবনযাত্রার ব্যয় বেড়েছে কয়েকগুণ। এ অবস্থায় পরিবার নিয়ে টিকে থাকতে হিমশিম খাচ্ছেন চাকরিজীবীরা। এরই পরিপ্রেক্ষিতে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবি তুলেছেন সরকারি কর্মচারীরা। 

এদিকে চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবি খারিজ করে দিয়েছেন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী। এ অবস্থায় নির্বাচনী বছরে পে-স্কেলের আশায় থাকা সরকারি চাকরিজীবীদের আশা অপূর্ণই থেকে যাচ্ছে। তবে আগামী অর্থবছরে মহার্ঘ ভাতার সুসংবাদ পেতে পারেন সরকারি কর্মচারীরা। অর্থ মন্ত্রণালয় ও সরকারের বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত