ধর্ষণের ঘটনায় জাবি কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না : র্যাব
প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৩ | আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন এলিট ফোর্স র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
খন্দকার আল মঈন বলেন, ‘বিশ্ববিদ্যালয়টিতে বিভিন্ন সময় মাদক, ধর্ষণসহ নানা অপরাধের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বহিরাগতদের প্রবেশের দায় কর্তৃপক্ষকে নিতে হবে।’
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়ে কমান্ডার মঈন বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, ক্যাম্পাসে মাদকসহ নানা অবৈধ কাজ হয়। এসব ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের বিষয় রয়েছে। তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন, সহযোগিতা চান আমরা অবশ্যই সহযোগিতা করব।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই মামুনের (মূল পরিকল্পনাকারী) মতো লোকজন শিক্ষার্থীদের নষ্ট করছে। তার মতো লোকেরাই নিজেদের স্বার্থে, নিজেরাই অপকর্ম করার জন্য শিক্ষার্থীদের ব্যবহার করছে। আমাদের কোমলমতি শিক্ষার্থীরা যারা আছে, তাদের এমন করে বিপথে নেওয়ার দায়-দায়িত্ব সব স্টেক হোল্ডারকে নিতে হবে। অভিভাবক, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যমকে এর দায় নিতে হবে।’
গত শনিবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ আবাসিক হলে ‘এ’ ব্লকের ৩১৭ নম্বর কক্ষে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান ও তার পরিচিত মামুনুর রশীদ মামুনসহ ছয়জনের বিরুদ্ধে। ঘটনাটি দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করে।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত