দ্বিতীয় সন্তানকে কীভাবে প্রস্তুত করবেন
প্রকাশ: ২৩ আগস্ট ২০২১, ০৯:৫৭ | আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৪:৫৭
দুই সন্তানের পারস্পরিক সম্পর্কের মধ্যে যথাযথ ভারসাম্য বজায় রাখার একটি আলোচনা। আপনার সেই ছোট্ট সোনা আজ বেশ অনেকটাই বড় হয়ে গেছে। এখন তার জীবনে একজন নতুন সঙ্গী এসেছে। আপনার দ্বিতীয় সন্তান। তার থেকেও ছোট কেউ রয়েছে, এটা তার মনে অনেক প্রশ্নের তৈরি করতে পারে। নতুন সদস্যের জন্য তাকে কীভাবে প্রস্তুত করবেন জেনে নিন।
গুড চেঞ্জ
* এতদিন আপনার প্রথম সন্তানকেই ঘিরে ছিল সব স্বাদ আহলাদ। আজ কিছুটা হলেও হয়তো সেই মনোযোগ একটু কমে গেছে। বেশিরভাগ বাচ্চাই যেহেতু এ পরিবর্তনকে দ্রুত মেনে নিতে পারে না, তাই এ পরিবর্তনটিকে একটু অন্যভাবে নিয়ে আসুন।
* সন্তানের জন্মের পর থেকেই আপনার ছেলে বা মেয়েকে তার সব ব্যাপারে যুক্ত রাখুন। যাতে তার মধ্যে দায়িত্ববোধ আসে এবং তার ভালো লাগে। যেমন ধরুন বাচ্চার জন্য ঘর সাজানো, জামাকাপড় কেনা, খেলনা কেনা সব কিছুতে ছেলে বা মেয়ের পরামর্শ নিন। ছোট বাচ্চার সামনে বড়জনের ছোটবেলার গল্প করুন। ভাই বা বোনের মতোই কতটা দুষ্টু ছিল বা কেমন করে খেত বা খেলত ইত্যাদি বলুন। বড়জনকে তার ভাই বা বোনের ছোটখাটো দায়িত্ব দিতে পারেন-যেমন ধরুন জামা পরিয়ে দেওয়া, ঘুমের সময় পাশে বসে থাকা ইত্যাদি। এতে সে নিজেকে অনেক বেশি দায়িত্বশীল ভাবতে শুরু করবে।
আপনার দায়িত্ব
* দ্বিতীয় সন্তান আসার পরে অনেক সময় প্রথম বাচ্চার মনের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়। মা-বাবার ওপরে অভিমান হয়, ছোট ভাই বা বোনের সঙ্গে মা-বাবাকে বেশি সময় কাটাতে দেখলে রাগ হয়। এ কারণেই এটা জরুরি যে আপনি দু’জনের মধ্যে যেন যথাযথ ভারসাম্য তৈরি করতে পারেন।
* সন্তানের সঙ্গে আগের মতো সময় কাটান। তার কথা শোনার চেষ্টা করুন, তার ইচ্ছাকে প্রাধান্য দিন। প্রয়োজনে তার প্রতি একটু বেশি খেয়াল রাখুন যাতে সে কোনোভাবেই নিজেকে একা না মনে করে। হোমওয়ার্ক করতে সাহায্য করুন, ছুটির দিনে পছন্দের খাবার বানান। বাচ্চাকে তার দাদু-দিদার সঙ্গে সময় কাটাতে দিন। শখের কাজ করতে দিন।
* আপনার বড় ছেলে বা মেয়ে ছোট বাচ্চা দেখে তার কাছে থাকতে চাইবে, আদর করতে চাইবে। ছোট বাচ্চার সঙ্গে খেলার সময় কী কী সতর্কতা মেনে চলতে হবে ওকে বুঝিয়ে বলুন। খেলাচ্ছলে আঘাত লাগলে বড় ছেলে বা মেয়েকে খুব বেশি বকাবকি করবেন না। সবাই ছোটজনকে নিয়ে বেশি সচেতন বলে ও দুঃখ পেতে পারে। এ ধরনের পরিস্থিতি এড়াতে প্রথম থেকেই বাচ্চাটিকে শিখিয়ে দিন সেফটি টিপস।
বিশেষ পরামর্শ
আপনার সন্তান দিনে দিনে জেদি হয়ে উঠছে। কোনো জিনিস চেয়ে না পেলে, সেটি ছুড়ে ফেলে। কাঁদতে থাকে। কীভাবে তাকে নিয়ন্ত্রণ করবেন?
সমাধান : আসলে চারপাশের পরিবেশে ও বিরক্তি বোধ করছে। ওকে নিয়ে পার্কে বেড়াতে যান। অন্য বাচ্চাদের সঙ্গে খেলতে দিন। খেলনা কিনে দিন। দামি খেলনা দিতে হবে তা নয়। শুধু ওর মনোযোগটাকে অন্য দিকে ঘুরিয়ে দিন। দেখবেন, সমস্যা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত