দেশে মৃত্যু-আক্রান্ত দু'টোই কমেছে

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২১, ১৯:১৭ |  আপডেট  : ২৪ এপ্রিল ২০২৪, ১৯:৫৬

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ২৭ হাজার ৯২৮ জনে দাঁড়িয়েছে।

মৃত ২ জনই নারী। নতুন করে দেশে করোনা শনাক্ত হয়েছে ২১৩ জনের। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭২ হাজার ৯৪৮ জনে। মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৬ হাজার ৯৬৭ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৩৬টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫১ টি, জিন এক্সপার্ট ৫৭ টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৬২৮ টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২১ হাজার ৩৩ টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৭৬৪ টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৬ লাখ ৩৪ হাজার ২৫৪টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১ দশমিক ০৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৭৯ শতাংশ।  শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

নতুন মৃত ২ জনই ঢাকা বিভাগের। তারা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেছেন। তাদের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৬৭ জন ও ছাড়া পেয়েছেন ৯৭ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ৮৭ হাজার ৫৪ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ৫০ হাজার ৯৯১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩৬ হাজার ৬৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম এক জনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত