দেশে করোনার সংক্রমণ কম বলে আত্মতুষ্টি নয়: নাজমুল ইসলাম

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ৭ নভেম্বর ২০২১, ১৫:৪২ |  আপডেট  : ২ মে ২০২৪, ২০:১১

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণের হার অত্যন্ত কম। তবে তাই বলে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই।

কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে আজ রোববার বেলা দুইটায় স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত এক ভার্চ্যুয়াল বুলেটিনে নাজমুল ইসলাম এ কথা বলেন। বুলেটিনে করোনার পাশাপাশি ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি।

নাজমুল ইসলাম বলেন, সারা বিশ্বে করোনার সংক্রমণ হার নিম্ন। তবে ইতিমধ্যে সারা বিশ্বে ২৫ কোটি ৮৪ লাখের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। করোনায় মারা গেছেন ৫০ লাখের বেশি মানুষ। দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রে সংক্রমণের হার অনেক বেশি। অন্যদিকে আফ্রিকায় সংক্রমণ হার অত্যন্ত কম।

স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিচালক বলেন, দক্ষিণ–পূর্ব এশিয়ার মধ্যে ভারতে সংক্রমণ হার নিম্নমুখী। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে সংক্রমণ হয় অত্যন্ত কম।

সবশেষ ২৪ ঘণ্টায় ১৫৪ জন করোনা রোগী বাংলাদেশে শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ১৮। সংক্রমণে বাংলাদেশের শীর্ষ ১০ জেলার মধ্যে ঢাকায় সংক্রমণ হার সবচেয়ে বেশি। ঢাকা জেলায় ৫ লাখ ২৬ হাজার ৯৭৭ জন শনাক্ত হয়েছে। ঢাকার পরেই আছে চট্টগ্রাম জেলা।

নাজমুল ইসলাম বলেন, ‘দেশে এক সপ্তাহ ধরে করোনা সংক্রমণের হার ২ শতাংশের নিচে। এটা আশাবাদী হওয়ার মতো। কিন্তু এর ফলে আমাদের আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই।’

নাজমুল ইসলাম বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টা ও টিকা গ্রহণে পাশাপাশি পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই আমরা অতিমারিকে নির্মূল করতে সক্ষম হব।’
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নাজমুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ১০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু পরিস্থিতি উত্তরণে বাসাবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত