দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১২:৪৫ | আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১৮:২০

ছয় দফা দাবি পূরণের সুস্পষ্ট রূপরেখা না পাওয়া পর্যন্ত সারাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে লাগাতার অচলাবস্থা তৈরির ঘোষণা দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন। এর অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে সব পলিটেকনিকে 'শাটডাউন' কর্মসূচি শুরু হচ্ছে।
সোমবার (২৮ এপ্রিল) রাতে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের দফতর সম্পাদক মো. সাব্বির আহমেদের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "ছয় দফা না মানা হলে মৃত্যু অনিবার্য"—এই স্লোগানকে সামনে রেখে তারা আন্দোলন চালিয়ে যাবেন।
এর আগে, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় গত ২২ এপ্রিল ৮ সদস্যের একটি কমিটি গঠন করে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবকে কমিটির সভাপতি এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের সদস্য করা হয়েছে। কমিটিকে তিন সপ্তাহের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আন্দোলনের ধারাবাহিকতায় এর আগে ২০ এপ্রিল রাজধানীর শেরে বাংলা নগরে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে অনুষ্ঠিত এক মহাসমাবেশ থেকে শিক্ষার্থীরা ৪৮ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির হুমকি দেন। পরে ২২ এপ্রিল আন্দোলন সাময়িক স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
এরআগে ১৮ এপ্রিল ঢাকায় কাফনের কাপড় পরে গণমিছিল, ১৭ এপ্রিল রাতে মশাল মিছিল এবং ১৬ এপ্রিল তেজগাঁও সাতরাস্তা মোড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক অবরোধ করে আন্দোলন চালায় শিক্ষার্থীরা।
ছাত্রদের দাবির প্রতি দৃঢ় অবস্থান এবং লাগাতার কর্মসূচির মধ্য দিয়ে কারিগরি ছাত্র আন্দোলন এবার দাবি আদায়ে চূড়ান্ত চাপ প্রয়োগের পথে হাঁটছে।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত