দেশবাসীকে শান্ত থাকার জন্য আহ্বান মির্জা ফখরুলের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৫ আগস্ট ২০২৪, ১৯:২৭ |  আপডেট  : ২৫ মার্চ ২০২৫, ১৪:৫৪

দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৫ আগস্ট) বিকালে সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর তিনি এ আহ্বান জানান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সেনাপ্রধানের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি বলেন, সুন্দর বৈঠক হয়েছে। সবার আগে দেশ, তারপর দল, এরপর ব্যক্তি। আমরা পরস্পর পরস্পরের পাশে থেকে সহযোগিতা করবো।

বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, 'জামায়াতে ইসলামী'র আমির ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত