দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ থাকলে দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্র কাজে আসবে না: ড. মোশারফ
প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৪, ১৯:০২ | আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৪
দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ থাকলে দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্র কাজে আসবে না হলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এই মন্তব্য করেন তিনি। স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে এই সভার আয়োজন করে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশ থেকে পালিয়ে যারা বিদেশে আশ্রয় নিয়েছে তারাই দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ ও তার দোসররা ভারতে বৈধভাবে নয়, অবৈধভাবে আশ্রয় নিয়েছে। তারা সেখান থেকে ষড়যন্ত্র করবে সেটাই স্বাভাবিক।
এই সরকারকে সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, নির্বাচন পদ্ধতি সংস্কারের বিষয়ে অগ্রাধিকার দেওয়া উচিৎ তাদের। এরপরই দ্রুত রোডম্যাপ ঘোষণা করতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, অন্তরবর্তী সরকারের উচিত প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা।
সভায় বিএনপির নেতারা বলেন, পরাজিত শক্তিরা দেশে ও বিদেশে নানা অস্থিতিশীলতা তৈরি করে চক্রান্ত করছে। দেশপ্রেমিকও জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ ভাবে তাদের মোকাবেলা করবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত