দেবীগঞ্জের শেখবাঁধা দাখিল মাদ্রাসা সুপার ও সভাপতির দুনীতির প্রতিবাদে মানববন্ধন 

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৪, ১৮:৫৭ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ১৫:৩২

পঞ্চগড়ের দেবীগঞ্জের শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদরাসার সুপার ও সভাপতির অনিয়ম ও দুনীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 বৃহস্পতিবার (১১ জানুয়ারী) দুপুরে দেবীগঞ্জ উপজেলার ১নং চিলাহাটি ইউনিয়নের শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদরাসার সামনে দেবীগঞ্জ - ভাউলাগঞ্জ সড়কে অভিভাবক,  শিক্ষার্থী ও এলাকাবাসীরা ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করে।

শেখবাঁধা রেয়জিয়া দাখিল মাদরাসার সুপার সাইফুল ইসলাম, সাবেক সভাপতি  আব্দুর রাজ্জাক, বর্তমান সভাপতি ফিরোজা বেগমের অনিয়ম দুনীতি ও নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে  মানববন্ধন কর্মসুচী পালন করে অভিভাবক ও এলাকাবাসী।

এসময় বক্তব্য রাখেন, চিলাহাটি ইউনিয়নের ফুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান,ব্যাংক কর্মকর্তা আরিফ হোসেন স্বপন, চিলাহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিমসহ অভিভাবক ও এলাবাসী।

বক্তারা অবিলম্বে শেখবাঁধা দাখিল মাদসারা সুপার সাইফুল ইসলামের পদত্যাগ ও কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবী জানান।দাবী মানা না হলে  কোন ছেলে -মেয়েদের মাদরাসায় পাঠানো হবে না বলে হুশিয়ারী দেন তারা।
 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত