দেখে নিন, সেমিফাইনালে কার প্রতিপক্ষ কে?
প্রকাশ: ৬ নভেম্বর ২০২২, ২০:৩৮ | আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ১১:৪০
দেখতে দেখতে শেষের পথে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আজ শেষ হল ১২ দলের সুপার টুয়েলভ পর্ব। আগামী ১৩ নভেম্বর মেলবোর্নের ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের বিশ্বকাপের। এর আগে ফাইনালে উঠতে লড়বে চার সেমিফাইনালিস্ট।
বাংলাদেশের সাথে পাকিস্তানের জয়ের পরেই নিশ্চিত হয়ে যায় সেমিফাইনালের চার দল। তবে সবাই তাকিয়ে ছিলো দিনের শেষ ম্যাচে ভারত-জিম্বাবুয়ের দিকে। কারণ কে খেলবে কার বিপক্ষে, কারা খেলবে কবে, তা নির্ধারণের নির্ভরশীল ছিলো এই ম্যাচের ওপরে। ভারত জেতায় গ্রুপ বি'র চ্যাম্পিয়ন হয়েই সেমিতে যায় রোহিত শর্মারা। আর দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে সেমিতে যায় পাকিস্তান।
আগামী ৯ নভেম্বর সিডনিতে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের সঙ্গে লড়বে নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। পরেরদিন অ্যাডিলেডে ভারতের সঙ্গে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড। এই ম্যাচটিও অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
এক নজরে সেমিফাইনাল
৯ নভেম্বর-নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, সিডনি (প্রথম সেমিফাইনাল)
১০ নভেম্বর-ইংল্যান্ড বনাম ভারত, অ্যাডিলেড (দ্বিতীয় সেমিফাইনাল)
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত