দূর্গাপূজা উপলক্ষে টঙ্গীবাড়ী‌তে মুসলিম ও হিন্দুধর্মালম্বীদের মাঝে বস্ত্র বিতরণ

  লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 

প্রকাশ: ১ অক্টোবর ২০২২, ১৪:৫০ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ০৬:৪০

মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপ‌জেলার আবদুল্লাহ পুর ও মিরকা‌দিম পৌরসভার সুধারচর এলাকায় মুসলিম ও হিন্দুধর্মালম্বীদের মাঝে বস্ত্র ,শাড়ী ও শাট বিতরন ক‌রেন ।

আবদুল্লাপুরে শ্রী শ্রী আখড়া গিরিধারী মন্দির ও কীর্তন মন্দিরের সাধারণ সম্পাদক রতন ঘোষের উদ্দ‌ো‌গে হতদ‌রিদ্র মুসলিম ও হিন্দুধর্মালম্বী ১০০০ হাজার প‌রিবা‌রে  মা‌ঝে বস্ত্র, শা‌ড়ি ও শাট বিতরন ক‌রেন ।

গতকাল ৩০‌ সেপ্ট‌েন্বর শুক্রবার বিকালে আব্দুল্লাপুর ও সুধারচর এলাকায় আবদুল্লাপুরে শ্রী শ্রী আখড়া গিরিধারী মন্দির ও কীর্তন মন্দিরের সাধারণ সম্পাদক রতন ঘোষের নিজ বাস ভব‌নে হিন্দু ও মুসলিম পরিবারের মাঝে বস্ত্র বিতরন করেন ।

বস্ত্রও বিতরণপূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন মিরকা‌দিম পৌরসভার সা‌বেক ১নং প‌্যা‌নেল মেয়র ও রিকাবী বাজার উচ্চ বিদ‌্যাল‌যের  সা‌বেক সভাপ‌তি হা‌জি আবদাল হো‌সেন ও বি‌শিষ্ট ব‌্যবসা‌হি রতন ঘোস সহ  আরও অনেকে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত