দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রচারে সাইকেলে তেতুলিয়া-টেকনাফ ঘুঁরে এলো অর্পন ও আল-আমিন

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ

প্রকাশ: ১৩ জুন ২০২১, ১৯:০১ |  আপডেট  : ২৫ মার্চ ২০২৪, ১৫:৪২

নির্বিচারে গাছ কাটা বন্ধ ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রচারে মানুষ কে সচেতন করতে সাইকেলে তেতুলিয়া-টেকনাফ ঘুঁরে এলো কাউনিয়ার দুই ছাত্র নাফিজ নিয়াজ অর্পন ও আল-আমিন। তারা চলতি মাসের ২ তারিখে তেঁতুলিয়া থেকে যাত্রা শুরু করে ১২ তারিখে টেকনাফে পৌছায়। নাফিজ নিয়াজ অর্পম কাউনিয়া উপজেলা সদরের সাহাবাজ গ্রামের সহকারি অধ্যাপক আব্দুস ছালামের পুত্র এবং আল আমিন টেপামধুপুরের বাজেমসকুর গ্রামের আব্দুর মজিদের পুত্র।

তারা দু’জনই রংপুরের ছিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। অর্পম জানায় দেশে বর্তমানে যে হারে গাছ নিধন করে পরিবেশ নষ্ট করছে এবং সমাজের প্রতিটি স্তরে যে হারে দুর্নীতি ঢুকে যাচ্ছে তা থেকে দেশ ও দেশের মানুষ কে সচেতন করতে তাদের দুই বন্ধুর এই ক্ষুদ্র প্রয়াস। তারা ১০ দিনের এ সাইকেলিং কালে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা প্রশাসনের ব্যাপক সহযোগিতা পেয়েছেন। অভিজ্ঞতায় তারা জানায় বাংলাদেশের সব এলাকার মানুষ আত্নীয় প্রবণ। সব এলাকাতেই তারা তাদের সাইকেলিং বন্ধু এবং এলাকাবাসী অভূতপূর্ব আতীথেয়তা পেয়েছেন। তারা সকলের কাছে কৃতজ্ঞ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত