দুর্ঘটনামুক্ত পথের জন্য স্পিডগান ব্যবহারের দাবি সেভ দ্য রোডের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৮ এপ্রিল ২০২৪, ১৯:১২ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৮

দুর্ঘটনামুক্ত পথের জন্য স্পিডগান ব্যবহারের দাবি জানিয়েছেন সেভ দ্য রোডের নেতৃবৃন্দ। ৮ এপ্রিল সেভ দ্য রোড-এর আয়োজনে বিজয় মিলনায়তনে ‘দুর্ঘটনামুক্ত ঈদযাত্রায় দ্রুতগতি পরিহার করুন’ শীর্ষক আলোচনা ও ইফতার সভায় এ দাবি জানানো হয়। সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা। বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী, বাগেরহাট শাখা সভাপতি রিয়াদ ইসলাম, মো. মনির, মশিউর রহমান, এসএম রেজাউল করিম, মো, মিরাজ, মো. মাসুম, মো. মিল্টন প্রমুখ। এসময় শান্তা ফারজানা বলেন, নির্মম পথদুর্ঘটনার অন্যতম কারণ দ্রুতগতি, তাই স্পিডগান ব্যবহারের পাশাপাশি সর্বোচ্চ শাস্তি তাদেরকে দেয়া উচিৎ যারা নিয়ম না মেনে অতিগতিতে পরিবহন চালায়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত