দুর্গাপূজায় ৩৯৫০ টন ইলিশ যাচ্ছে ভারতে
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২৯ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০২:০৬
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে তিন হাজার ৯৫০ টন ইলিশ যাচ্ছে ভারতে। আজ বুধবার (২০ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় এই ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ৭৯টি প্রতিষ্ঠানের অনুকূলে ৫০ টন করে মোট তিন হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলো।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গত ১ সেপ্টেম্বর কলকাতা ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে আবেদন করে। এতে পাঁচ হাজার টন ইলিশের চাহিদার কথা জানান কলকাতার ব্যবসায়ীরা।
ই/খ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত