দুগিনা হত্যাকারীরা ক্ষমা পাবে না: রুশ পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: ২৪ আগস্ট ২০২২, ১০:৪৫ | আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৫২
কট্টর রুশ জাতীয়তাবাদের সমর্থক প্রেসিডেন্ট পুতিন ঘনিষ্ঠ দার্শনিক আলেকজান্ডার দুগিন কন্যা দারিয়া দুগিনের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এক অনুষ্ঠানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এই ঘটনাকে ‘জঘন্য অপরাধ’ উল্লেখ করে বলেন, হত্যাকারীদের কোনো ক্ষমা হবে না।
দারিয়া দুগিনা হত্যার তদন্ত দ্রুত শেষ হবে আশা প্রকাশ করে লাভরভ বলেন, তদন্তের ফল অনুসারে হত্যাকাণ্ড সংঘটিতকারী ও জড়িতদের কোনো হবে না।
ঘটনার জন্য রাশিয়া ইউক্রেনকে দোষারোপ করেছে। তাদের দাবি, ইউক্রেনের বিশেষ বাহিনী নাতালিয়া ভোভকের (৪৩) মাধ্যমে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। নাতালিয়া গত ২৩ জুলাই রাশিয়ায় ঢোকেন। দারিয়া দুগিনা হত্যার পর তড়িঘরি করে তিনি এস্তোনিয়া পালিয়ে যান। রুশ কর্মকর্তাদের দাবি, ইউক্রেনের নাগরিক নাতালিয়া ভোভক দারিয়া দুগিনার ভবনে বাসা নিয়ে তার চলাফেলা নজরদারি করছিলেন।
ইউক্রেনের বিশেষ বাহিনী এই ঘটনায় তাদের সম্পৃক্ততা ফের অস্বীকার করেছে। ইউক্রেনের প্রতিরক্ষা কাউন্সিলের মহাসচিব ওলেস্কি দানিলভ বলেন, এই ঘটনার সঙ্গে আমাদের বিশেষ বাহিনীর কোনো সম্পর্ক নেই।
আল জাজিরার খবর অনুসারে, দুগিনা হত্যায় রুশ এলিটরা প্রতিশোধের আহ্বান জানাচ্ছেন। যুক্তরাষ্ট্রের কিয়েভ দূতাবাস ইউক্রেনে সম্ভাব্য রুশ হামলা বৃদ্ধির সতর্কতা জারি করেছে।
গত শনিবার (২০ আগস্ট) গাড়িবোমা হামলায় নিহত হন দারিয়া দুগিনা। ‘ইউরেশিয়া’ (রাশিয়া, ইউরোপ ও এশিয়ার) মতাদর্শের তাত্ত্বিক গুরু আলেকজান্ডার দুগিনের মেয়ে তিনি। ভ্লাদিমির পুতিনের ‘আধ্যাত্মিক পথপ্রদর্শক’ ও ‘মস্তিষ্ক’ হিসেবে পরিচিত দুগিনের কন্যার ওপর এ হামলাকে পশ্চিমা গণমাধ্যম পুতিনের জমানার বিরুদ্ধে ‘বড় আঘাত’ বলে চিত্রায়িত করছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে, দুগিনা নন, দুগিনই ছিলেন এ খুনের লক্ষ্য। দুগিনার মন্দভাগ্য যে মস্কোয় একটি বক্তৃতা অনুষ্ঠান শেষে তিনি তার বাবার গাড়িতে চড়ে ফিরছিলেন। ভিন্ন একটি গাড়িতে চড়েছিলেন দুগিন। সূত্র: আল জাজিরা
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত