দুই কেজি গাঁজা সহ আদমদীঘিতে মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৪, ১৯:৩৮ | আপডেট : ২ জানুয়ারি ২০২৫, ২৩:৪১
বগুড়ার আদমদীঘিতে থানার এসআই হাফিজুর রহমান সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার (০২ জানুয়ারী) বিকেলে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বশিকোড়া প্রথম পাড়া গ্রামের মৃত আব্দুল আলী মৃধার ছেলে আশরাফ আলী মৃধা (৬২)। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকেলে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বশিকোড়া প্রথম পাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আশরাফ আলী ঘর তল্লাশী করে দুই কেজি গাঁজা সহ তাকে গ্রেফতার করে। এ মামলার তদন্তকারি এসআই নাজমুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে গতকাল বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত