দীপ্ত টিভির তামিম হত্যা মামলার দুই আসামির জামিন নামঞ্জুর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩ নভেম্বর ২০২৪, ১৫:১৯ |  আপডেট  : ২০ নভেম্বর ২০২৪, ২০:১৭

দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিমকে হত্যার অভিযোগে হাতিরঝিল থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আটক আসামি মো. কুরবান আলী ও মো. আব্দুল লতিফের জামিন নামঞ্জুর করেছেন আদালত। 

রোববার (৩ নভেম্বর) ঢাকার ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। এদিন দুই আসামির পক্ষে আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেছেন। 

এর আগে এ মামলায় গ্রেপ্তার ছয় আসামিকে ১৬ অক্টোবর কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ওইদিন আসামি মো. কুরবান আলী, মাহিন, বাঁধন ও মো. রাসেল আদালতে দায় স্বীকার জবানবন্দি দেন। 

মামলার সূত্রে জানা যায়, তিনজন মালিকের জমি নিয়ে প্লেজেন প্রোপার্টিজ একটি ভবন নির্মাণ করে। নয়তলা ওই ভবনে ২৭টি ফ্ল্যাট ছিল। প্রত্যেক জমির মালিককে পাঁচটি করে ফ্ল্যাট দেওয়ার কথা ছিল, কিন্তু জমির মালিক নিহত তামিমের বাবাকে দুটি ফ্ল্যাট দেওয়া হয়। বাকি তিনটির মধ্যে একটি ফ্ল্যাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার শ্বশুরের কাছে বিক্রি করেন ডেভেলপার কোম্পানির মালিক। গত ১০ অক্টোবর বাকি দুটি ফ্ল্যাটের অভ্যন্তরীণ কাজ শুরু করার সময় ২০/২৫ জন দুর্বৃত্ত ভবনের সিসি ক্যামেরা ভেঙে হামলা চালায়। তানজিল নিচ থেকে ফ্ল্যাটের দিকে এগিয়ে গেলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত তামিমের বাবা সুলতান আহমেদ বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১১/১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর ছয় আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তারা কারাগারে আটক রয়েছেন। 

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত