দিনমজুর ফুল মিয়া সবার সহযোগিতায় বাঁচতে চায়

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৫ আগস্ট ২০২১, ১৬:৪৫ |  আপডেট  : ২ মে ২০২৪, ০৮:৪৫

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহনুভুতি নিয়ে ফুল মিয়া পেতে পারে না। ফুল মিয়া সবার সহযোগিতায় বাঁচতে চায়। সে মরণ ব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে মৃত্যুর প্রহর গুণছে। ফুল মিয়া কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের আরাজি খোর্দ্দভ‚ত ছাড়া গ্রামের মৃত ছাদেক প্রামানিকের পৃত্র। দরিদ্র নিমজুর ফুল মিয়ার জমিজমা থাকা তো দুরের কথা বাড়ী ভিটা টুকুও নেই। বর্তমানে থাকে ভাতিজার বাড়িতে। স্ত্রী ও তিন সন্তান কে নিয়ে শ্রমিকের কাজ করে জীবন জীবিকা নির্বাহ করতো ফুল মিয়া। শ্রমিক হলেও সুখ ছিল তার সংসারে। 

কিন্তু সে সুখ বেশি দিন স্থায়ী হলোনা। এরই মধ্যে মরণ ব্যাধি ক্যানসার বাসা বাঁধে তার শরীরে। কিছু জমানো টাকা দিয়ে শুরু হয় চিকিৎসা সেবা। এর পর ধার-দেনা করে চিকিৎসা নিতে নিতে এখন সে নিঃস্ব। সে স্ত্রী ও তিন সন্তান কে নিয়ে বাঁচতে চিকিৎসার জন্য বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন। তিনি বর্তমানে রংপুরে ডাঃ স্বদেশ বর্মণ এর অধীনে চিকিৎসা ধীন অবস্থায় রয়েছেন। তার চিকিৎসার জন্য প্রায়জন প্রায় ৪লাখ টাকা। সমাজের বৃত্তবানরাই পারেন তাকে সহয়োগিতা করে বাঁচাতে। চিকিৎসার সাহায্য পাঠাতে নগদ হিসাব নম্বর ০১৭৮৩৫৮২৫২।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত