দারুস সালাম এলাকায় পেশাদার ৩ ছিনতাইকারী গ্রেফতার
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১৬:১৪ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৩১
রাজধানীর দারুসসালাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) রাতে দারুসসালাম থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো- মো. হারুন (৩৮), মো. রাজু শেখ (৫০) ও মো. আরিফ (৩৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
দারুসসালাম থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে থানা এলাকায় ছিনতাই প্রতিরোধ ও মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান ডিউটি করাকালে দারুস সালাম থানার টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায়, কতিপয় ছিনতাইকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে রাস্তায় অবস্থান করছে। এরপর টহল টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতার তিন জনই পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী।
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানায় পুলিশ।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত