দক্ষিণ কোরিয়াকে শত্রু রাষ্ট্র ঘোষণা করলো উত্তর কোরিয়া

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ১৪:১৬ |  আপডেট  : ২৬ ডিসেম্বর ২০২৪, ২১:৫১

দক্ষিণ কোরিয়াকে ‘শত্রু রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত করেছে উত্তর কোরিয়া। পাশাপাশি দুই কোরিয়াকে একত্রীকরণকে জাতীয় লক্ষ্য হিসেবে পরিত্যাগ করে সংবিধান সংশোধন করা হয়েছে।

কিম জং উনের অঙ্গীকার অনুযায়ী এসব পদক্ষেপ নেওয়া হয় বলে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

উত্তর কোরিয়ার কেসিএনএ বার্তাসংস্থা জানিয়েছে, দেশটির সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংযোগকারী সড়ক ও রেলপথ ধ্বংস করে দিয়েছে। সংবিধান মোতাবেক শত্রু একটি দেশের বিরুদ্ধে মঙ্গলবার নেওয়া এই পদক্ষেপ সম্পূর্ণ বৈধ ছিল বলে তারা দাবি করেছে।

কেসিএনএ আরও বলেছে, ‘ডিপিআরকে (ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কোরিয়া বা উত্তর কোরিয়া) সংবিধান খুব স্পষ্টভাবে আরওকে [রিপাবলিক অব কোরিয়া বা দক্ষিণ কোরিয়া] দেশটিকে শত্রুরাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছে। তাই, এই পদক্ষেপ ছিল অবশ্যম্ভাবী ও সম্পূর্ণ বৈধ।’

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাতে সংস্থাটি জানিয়েছে,  দক্ষিণ সীমান্ত চিরতরে বন্ধ করে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, উত্তর কোরিয়ার সংবিধান পরিবর্তন ও শত্রু দেশ আখ্যা দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির ‘ইউনিফিকেশন মিনিস্ট্রি’ বলেছে, শান্তিপূর্ণভাবে দুই কোরিয়ার একত্রীকরণের অঙ্গীকারে তারা অবিচল থাকবে।

চলতি বছর জানুয়ারিতে, দক্ষিণের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে উত্তর কোরিয়ার সংবিধান সংশোধনের নির্দেশ দেন কিম জং উন। তার অভিযোগ ছিল, মার্কিন প্রশাসনের সঙ্গে আঁতাত করে কিমের কম্যুনিস্ট শাসনের অবসান ঘটানোর ষড়যন্ত্র করছে সিউল।

উত্তর কোরিয়ার সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি গত দুদিন বৈঠক করেছে। বৈঠকে দক্ষিণ কোরিয়াকে পৃথক ও প্রধান শত্রু রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে সংবিধান সংশোধন করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

সা/ই 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত