ত্রিমোহনী বুজুর ঢালী ইসলামীয়া উচ্চ বিদ্যালয় নিয়ে ষড়যন্ত্র- বললেন প্রধান শিক্ষক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২২, ১৯:৪০ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০২:১৮
করোনার অভিঘাত মোকাবিলায় অনেক চ্যালেঞ্জ সামনে নিয়ে প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আর সমাজের কিছু মানুষ শিক্ষাপ্রতিষ্ঠানকে নিয়ে গভির ষড়যন্ত্র করে আসছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা, খাদ্য, স্বাস্থ্য, প্রযুক্তিসহ সার্বিক উন্নয়নে দেশ আজ যখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এ দেশের সাধারণ জনগণের মনিকোঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আস্থার ও নির্ভরতার এক মানবিক প্রতীক হিসেবে স্থান করে নিয়েছেন। এদেশে যারা উন্নয়ন চায়না, সেই স্বাধীনতা বিরোধী একটি মহল একেরপর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে। আর তাদের কারণেই স্বাধীনতার স্বপক্ষের আমাদের মতো মানুষগুলো বরাবরেই হয়রানীর মূলক ষড়যন্ত্রে শিকার হচ্ছে। বললেন গাজীপুর শ্রীপুর উপজেলার ত্রিমোহনী বুজুর ঢালী ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আল আমিন।
প্রধান শিক্ষক আরোও বলেন,আমাদের স্কুলের শিক্ষার্থীদের প্রতি বছরেরন্যায় বার্ষিক শিক্ষা সফরে যাওয়ার পর একটি মহল এই আনন্দ ভ্রমনকে কেন্দ্র করে অজ্ঞাতনামা ব্যক্তি হয়রানীর উদ্দেশ্যে মিথ্যে তথ্য উপস্থাপন করে শিক্ষাপ্রতিষ্ঠানটির মান সম্মান নষ্ট করার জন্য ষড়যন্ত্র করছে। আনন্দ ভ্রমনে আংশিক ভিডিও ইডিট করে একটি কুচক্রি মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়েদিয়েছে যা অত্তন্ত নিন্দনীয় কাজ। এ ঘটনার পেছনের ঘটনা না জেনেই বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মনে বিভ্রান্তীর সৃষ্টি করেছে।
এসব ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আল আমিন বলেন, নদী পথে শিক্ষা সফরের পূর্ব নির্ধারিত তারিখ ছিলো জুলাই মাসে, কিন্তু সফরটি নদী পথে থাকায় সফরের জন্য ইঞ্জিনচালিত নৌকা না পাওয়ায় ৮ আগষ্ট প্রোগ্রাম নির্ধারন করা হয়। ওই শিক্ষা সফরের একটি ভিডিও কাটছাঁট করে একটি কুচক্রী মহল হয়রানীর উদ্দেশ্যে মিথ্যে তথ্য উপস্থাপন করে শিক্ষাপ্রতিষ্ঠানটির মান সম্মান নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়েছে । এতে আমাদের প্রতিষ্ঠান ও শিক্ষক মন্ডলীসহ শিক্ষার্থীদের মান সম্মান ক্ষুন্ন হয়েছে। এসব বিষয়ে ত্রিমোহনী বুজুর ঢালী ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্র/ছাত্রী অভিভাবক এবং এলাকাবাসী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এছাড়াও উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত