তোমার অশেষ জন্ম

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৪:৩৮ |  আপডেট  : ২ মে ২০২৪, ০৮:৩১

ঝর্না রহমান
-------------

মানুষের জন্ম হয় মৃত্যুর দিকে হেঁটে যাওয়ার জন্য,
মাতৃগর্ভ থেকে বেরিয়ে এসে আবার মৃত্তিকাগর্ভে ঢুকে যাওয়ার জন্য হাঁটতে থাকে মানুষ।
যাত্রাপথে অনেকেরই চোখ থাকে গাছের এবং তলার কুড়িয়ে নেবার দিকে।
ঝোঁক থাকে ফুল ফসল সম্পদ আর বিত্ত চয়নের দিকে। তুমি তো তেমন কেউ নও।
তোমার জন্ম একই সাথে মাতা ও মৃত্তিকা থেকে
তোমার জন্ম একই সাথে পিতা ও প্রতিজ্ঞা থেকে
তোমার জন্ম একই সাথে বেদনা ও আনন্দের ভেতর থেকে।
মাতৃক্রোড়ে শুয়ে যখন প্রথম তুমি কাঁদতে কাঁদতে হেসে উঠেছিলে,
কিংবা দেয়ালার হাস্যস্ফূরণ থেকে জন্ম নিচ্ছিল ফুঁপিয়ে ওঠা ক্রন্দন,
ফজিলা জননী তোমার ছোট্ট দুই মুঠিতে আবিষ্কার করেছিলেন
দুঃখ ও দাক্ষিণ্য নামের দুই গাঢ় নীল নক্ষত্রজোনাক,
তুমি সেই জোনাকিদ্বয় রেখে দিলে তোমার দুই চোখের তারায়,
জোনাকিরা ক্রমাগত তুলে আনে তীব্র নীল অগ্নিকণা জীবনের গাঢ়তম অন্ধকার খুঁড়ে।

ক্রমাগত তোমার অশেষ জন্ম ঘটতে থাকে মাতা ও মৃত্তিকার সহিষ্ণুতা থেকে
ক্রমাগত তোমার দীপ্ত জন্ম ঘটতে থাকে পিতা ও প্রতিজ্ঞার কারাগৃহে-
নিদারুণ দুঃখদিন চক্ষুহীন জানালায় চোখে রেখে হেঁটে হেঁটে, ভাইবোন পরিবৃত হয়ে,
তোমার অনন্য জন্ম ঘটতে থাকে দুর্নিবার লড়াইয়ের রাজপথে
তরুণ সূর্যের মত জ্বলজ্বলে পাখনার আগুনপোশাকে তুমি হয়ে ওঠো অগ্নিশিখা নারী। 
জন্মের ভেতর দিয়ে তুমি পেরিয়ে যেতে থাকো মৃত্যুর মিছিল
জন্মের ভেতর দিয়ে তুমি অতিক্রম করতে থাকো শকুন আর হায়েনার হননোৎসব
লালসা কুঠার হাতে করাল কসাইয়েরা লাফিয়ে পড়ে তোমার জন্মশুদ্ধ নিপাট উঠোনে।
নৃশংস হিংসায় সংহার করে তোমার সুখ ও নীলিমার নিবিড় বাগান।
মহাপিতা মহীরূহ মুজিব তনয়া তুমি হৃদয়ের গভীর মাটিতে পুঁতে রাখো যত প্রিয়বৃক্ষমূল-
অসংখ্য ক্ষতচিহ্ন বুকে এঁকে তুমি হয়ে ওঠো দুঃখজয়ী দুঃখময়ী দুঃখদরদীয়া মহামানবিক মাতা।
ক্রমাগত তোমার জয়ত্রি জন্ম ঘটতে থাকে সন্ত্রস্ত পৃথিবীর মাটিতে
তোমার দুবাহু যেন অন্তহীন শুশ্রুষাবৃক্ষের পুষ্পময় ডালপালা, 
ক্ষতাক্ত মানুষের দেহে অঝোর ধারায় ঝরে পড়ে তোমার শুশ্রুষাস্পর্শ জয়ত্রি কুসুম। 
ক্রমাগত তুমি মাটি ও মানুষের সম্মিলন ঘটাতে ঘটাতে হেঁটে যাও মানবিক পৃথিবীর দিকে।
সে পৃথিবীর কেন্দ্রমূলে গাঁথা হবে তোমার অশেষ জন্মের জয়পতাকা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত