সাভারে

তেলবাহী লরি উল্টে ৫টি গাড়িতে আগুন, নিহত ১

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২ এপ্রিল ২০২৪, ১০:৩৭ |  আপডেট  : ২ মে ২০২৪, ২০:২৮

মঙ্গলবার (২ এপ্রিল) সাভারে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী লরি উল্টে আগুন ধরে যায়। এ আগুনে পাশের প্রাইভেটকারসহ ৫টি ট্রাকে আগুন লেগে যায়। এতে এক ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে নিহত ও তিন ব্যক্তি অগ্নিদগ্ধ হয়েছেন।

সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইকবাল। তিনি যশোরের চোগাছা থানার বাসিন্দা। তবে অগ্নিদগ্ধদের তাৎক্ষণিকভাবে নাম পরিচয় জানা যায়নি।সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে উল্টে আগুন লেগে যায়। পাশের ৫টি গাড়িতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে দগ্ধ হয়ে সড়কেই একজনের মৃত্যু হয়েছে এবং অগ্নিদগ্ধ হয়েছে আরও তিনজন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বর্তমানে সড়কে যান চলাচল স্বাভারিক রয়েছে বলেও জানান তিনি। 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত