তেতুঁলিয়ায় সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ১১:২১ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:৩১

পঞ্চগড়ের তেতুঁলিয়ায় বোরো ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মুরাদ হোসেন (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) এ ঘটনা ঘটে। জানা যায়, তেতুঁলিয়া সদর ইউনিয়নের মহল্লাজোত গ্রামের মিজানুর রহমানের ছেলে মুরাদ। 

পুলিশ ও স্থানীয়রা জানায় মুরাদ সকালে উপজেলার সদর ইউনিয়নের বাইপাস এলাকায় তার জমিতে বোরো ধান ক্ষেতে সেচ দিতে যায়। এ সময় তিনি অসাবধানতা অবস্থায় বৈদ্যূতিক তার হাত জড়িয়ে যায়। তখন অচেতন হয়ে সেচ নালায় পড়ে যান। ঘটনার পর তাকে স্থানীয়রা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। বিষয়টি নিশ্চিত করে তেতুঁলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন এ বিষয়ে একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত