তেতুঁলিয়ায় উৎসবমূখর পরিবেশে ৯টি পূজা মন্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত

  পঞ্চগড় প্রতিনিধি  

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ১৬:৫০ |  আপডেট  : ২১ নভেম্বর ২০২৪, ১৪:৩০

পঞ্চগড়ের সীমান্তবর্তী  উপজেলা তেতুঁলিয়ায় উৎসবমূখর পরিবেশে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলায় সব রকম শঙ্কা কাটিয়ে প্রশাসনের সুষ্ঠু তদারকিতে উপজেলার ৯টি পূজা মন্ডপে পূজা পালন করেছে সনাতন ধর্মালম্বীরা।

তেতুঁলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফজলে রাব্বি জানান, সব রকম শঙ্কা কাটিয়ে উপজেলার ৯টি পূজা মন্ডপে সনাতন ধর্মলম্বীরা তাদের ধর্মীয় রীতি অনুসারে নির্ভয়ে পূজা পালনে ব্যস্ত সময় পার করছে। ঢাক ঢোল উৎসবে মেতেছে তারা। ইনশাল্লাহ শঙ্কা মুক্ত ভাবে দশমী শেষ হবে।

এদিকে বিএনপি’র উপজেলা আহবায়ক মো. রেজাউল করিম শাহীন জানান দলের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া আছে দলের সবাই সনাতন ধর্মের মানুষ তাদের শারদীয় দূর্গাপূজা পালন করবে কেউ যেনো কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। সে দিকে আমরা নজর রাখছি। তিনি জানান তার নিজ বাড়ি ভজনপুর ইউনিয়নে দুটি পূজা মন্ডপ রয়েছে। এখানে সর্বক্ষন ১০ জন ছাত্রদল ও ১০ জন যুবদল নিরাপত্তা সহ সব রকম দেখা শোনা করছে । আশা রাখি সনাতন ধর্মালম্বীরা শান্তিপূন ভাবে পূজা পালন করবেন। আমার দল উপজেলার সব মন্দিরে নিরাপত্তার ও জন্য কাজ করছে।  

তেতুঁলিয়া মডেল থানার ওসি (তদন্ত)  প্রবীর চন্দ্র সরকার জানান, আমার ফোর্স উপজেলার সব পূজা মন্ডপে নিরাপত্তায় র্সাবক্ষনিক ডিউটিরত। কোন অপ্রীতিকর ঘটনার কোন সম্ভবনা নেই।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত