তুষারধসের কারণে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে ১০০০ পর্যটক আটকা পড়েছে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, ১৫:৪৪ |  আপডেট  : ৩ মে ২০২৪, ২১:৫১

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলে তুষারধসের কারণে প্রায় ১০০০ পর্যটক আটকা পড়েছে। মঙ্গলবার রাষ্ট্রীয় টিভি জানিয়েছে এই তথ্য জানিয়েছে।

কাজাখস্তান, রাশিয়া এবং মঙ্গোলিয়ার সীমান্তের কাছে হেমু গ্রামে যাওয়ার প্রবেশপথে আটকা পড়েছে পর্যটক। বিশ্বজুড়ে শীতের প্রকোপ বেড়েছে, তার সাথে বেড়েছে তুষারপাতের। ১০ দিন ধরে চলা তুষারপাতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে গ্রামটি। 

কিছু পর্যটককে হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কোন কোন অংশে সাত মিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছেছে তুষার। ইতোমধ্যে রাস্তা পরিষ্কার করার কাজো শুরু হয়েছে।(রয়টার্স)

 

সান


 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত