তীব্র শীতে পঞ্চগড়ে বেড়েছে মৌসুমী গরম কাপড়ের বেচাকেনা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৭ |  আপডেট  : ৪ জানুয়ারি ২০২৫, ১৫:২০

পঞ্চগড় প্রতিনিধি: শীত প্রধান জেলা পঞ্চগড়ে বৃহস্পতিবার তাপমাত্রায় ভিন্নরুপ দেখা যায়। তেতুলিয়া  আবহাওয়া অধিদপ্তর তিন ঘন্টার ব্যবধানে এমন দুরকম তাপমাত্রা রেকর্ড করেছে। সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৬ ডিগ্রী সেলসিয়াস । কিন্ত তার আগে ভোর ৬ টায় তাপমাত্রা ছিল ৯.৭ ডিগ্রী সেলসিয়াস।

তেতুলিয়ার প্রথম শ্রেণীর আবহাওয়া দপ্তরটির ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ তা নিশ্চিত করেন।

এদিকে কদিন ধরে ১০ এবং ৯ এর মধ্যে তাপমাত্রা স্থায়ী থাকছে। এতে বেড়েছে শীতের দাপট। কনকনে শীতে বাসা বাড়ীতে কাজ করতে নারীরা শীতে কাবু হয়ে পড়ছে।  এছাড়া শ্রমজীবী মানুষ জীবীকার তাগিদে তেতুলিয়ার মহানন্দা ও করতোয়া সহ জেলার ছোটো বড় সব নদীতে পাথর তুলতে যাচ্ছে। পাশাপাশি চা শ্রমিকদের ও কাচা চা পাতা তুলতে প্রতিদিনের মতো বাগানে যেতে দেখা গেছে।

এদিকে গরম কাপড়ের মৌসমি ব্যবসায়িদের সব ধরনের কাপড়ের পসরা বসিয়ে কাপড় বিক্রি করতে দেখা গেছে শহরের সড়কের আশে পাশে ও কোর্ট চত্বরে। এদিকে সরকারি ভাবে পঞ্চগড়ে ২০ হাজার শীতবস্ত্র পাওয়া গেছে বলে জানান জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। এসব শীতবস্ত্র নামের তালিকা অনুযায়ী সরাসরি সরকারি কর্মকর্তারা বিতরন কার্যক্রম অব্যাহত রেখেছে। 

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত