তিস্তা নদীর পানি বৃদ্ধি, লালমনিরহাটের তিস্তা ডিগ্রী কলেজে বন্যা 

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ১৮:৩৬ |  আপডেট  : ২৫ মার্চ ২০২৪, ০২:২৭

টানা বৃষ্টি, ভারতের ছেড়ে দেয়া পানিতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে নদী তীরবর্তী তিস্তা ডিগ্রী কলেজ বন্যা কবলিত হয়ে পড়েছে। বুধবার সন্ধ্যা থেকে পানি বৃদ্ধি পেতে থাকে বৃহস্পতিবার সকালে পানি প্রবল বেগে বৃদ্ধি পেয়ে তিস্তা রেল সেতু পয়েন্টে বিপদ সীমার কাছাকাছি দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে তিস্তা ডিগ্রী কলেজ মাঠে বন্যার পানি ঢুকে পড়ে। 

বন্যার পানিতে কলেজ মাঠে মাছ ধরা ও ছোট ছোট শিশুদের মনের আনন্দে সাতার কাটতে দেখা গেছে। মাঠে পানি ও কলেজের রাস্তা তলিয়ে জাওয়ায় কলেজে ছাত্র-ছাত্রী উপস্থিতি ছিল কম। তিস্তা এলাকায় বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠানে এবং গ্রামগুলোতে নদীর পানি ঢুকে বন্যার সৃষ্টি করেছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত