তিস্তা নদীর চরে বঙ্গোপসাগরের মৃত ডলফিন উদ্ধার!

  সারওয়ার আলম মুকুল,কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৬ |  আপডেট  : ২০ নভেম্বর ২০২৪, ০৩:৪৭

কাউনিয়ায় তিস্তা নদীর চর থেকে মৃত ডলফিন উদ্ধার করেছে জেলেরা। মঙ্গলবার সকালে জেলেরা তিস্তা নদীর গনাই চর গ্রামে মাছ ধরার জন্য গিয়ে চরে আটকে পরা ডলফিনটি দেখতে পায়। পরে মৃত ডলফিন টি উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসলে উৎসুক জনতার ঢল নামে এক নজর দেখার জন্য। 

প্রত্যক্ষদর্শী ও মৎস্য অফিস সূত্রে জানাগেছে উপজেলার চর গনাই গ্রামের জেলে জহির উদ্দিন, ইউসুফ আলী, করিম উদ্দিন মঙ্গলবার মুঠা (ঝাকি) জাল দিয়ে তিস্তা নদীর চরে মাছ ধরার জন্য যায়। গনাই চরে গিয়ে জেলেরা মৃত ডলফিনটি চরে আটকে থাকতে দেখতে পায়। পরে তারা নৌকা যোগে ডলফিনটি নিয়ে এসে গনাই সরকারি স্কুলের কাছে নিয়ে আসে। এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ভীর জমে যায়। উদ্ধার কৃত ডলফিনটি প্রায় তিন গজ লম্বা হবে এবং ওজনে প্রায় তিন থেকে চার মন হবে। স্থানীয়রা জানান তিস্তা নদীতে এ অঞ্চলে এই প্রথম ডলফিনের দেখা মেলে। এর আগে জীবিত বা মৃত কোনটাই এলাকায় দেখা যায়নি। 

উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহাবুব উল আলম জানান এটি স্ত্যনপায়ী জলজ প্রাণী। ঠোঁট বিহীন, দুই চোয়াল চেপ্টা চামুচের মত দাঁত, দেহ লোমহীন, একটি নাসিকা গহবর, শ্বাস-প্রশ্বাস নিতে পানির উপরের বাতাস ব্যবহার করে। হাতিয়া, কুতুবদিয়ার মোহনায়, এবং অল্প সংখ্যক নাপ নদীতে দেখা মিলে। তবে বঙ্গোপসাগরে এদের অবাধ বিচরণ। এরা ১.৫ সেন্টিমিটার লম্বা হয়। দাঁতের সংখ্যা ১৫ থেকে ২১টি। দেহের বর্ণ ধুসর কালো। মাছ এদের প্রধান খাদ্য। এদের গড় আয়ু ২০-২২ বছর। এরা সমুদ্রের জলজ প্রাণী হলেও বর্ষা মৌসুমে বড় বড় নদীতে এরা উঠে আসে। 

উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার বলেন মৃত উদ্ধার হওয়া প্রাণীটি জলজ স্তন্যপায়ী প্রাণী। এটি পচে দর্গন্ধ ছরাতে পারে বিধায় ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি ও থানার এসআই মাসুদার রহমানের উপস্থিতে প্রাণীটিকে মাটিতে পুতে রাখা হয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত