তামিমিয়ান, সাকিবিয়ান, মাশরাফিয়ান বলে কিছু নেই, সবাই বাংলাদেশি'—তামিমের বিদায়ী বার্তা

প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ | আপডেট : ১১ মার্চ ২০২৫, ১৭:২১

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা—এই তিনজনের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তবে তাদের বিশাল জনপ্রিয়তার একটা বিরূপ দিকও রয়েছে। অনেক সময় ব্যক্তিস্বার্থ দলীয় স্বার্থকে ছাপিয়ে যায়, যা ভক্তদের বিভক্ত করে ফেলে। এই প্রসঙ্গে বিদায়বেলায় ভক্তদের কড়া বার্তা দিয়েছেন তামিম ইকবাল।
বাংলাদেশ ক্রিকেটে ‘তামিমিয়ান-সাকিবিয়ান-মাশরাফিয়ান’ গোষ্ঠীবদ্ধ ভক্ত সংস্কৃতি নতুন কিছু নয়। তবে বিষয়টি প্রকট আকার ধারণ করে ২০২৩ সালের বিশ্বকাপের আগে, যখন তামিমের অবসর নিয়ে তামিম ও সাকিবের মধ্যকার দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। এরপর ২০২৪ বিপিএলেও তাদের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা এই বিভক্তিকে আরও স্পষ্ট করে তোলে।
তামিম মনে করেন, এই বিভক্তি শেষ পর্যন্ত দেশের ক্রিকেটের জন্যই ক্ষতিকর। বিদায়বেলায় তিনি ভক্তদের উদ্দেশে বলেছেন— 'তামিমিয়ান, সাকিবিয়ান, মাশরাফিয়ান বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশের সমর্থক।'
ভক্তদের এমন বিভাজন যে বাংলাদেশের ক্রিকেটের জন্য হুমকিস্বরূপ, সেটি লুকাননি তামিম। তিনি সরাসরি বলেছেন— 'নির্দিষ্ট খেলোয়াড়ের ভক্ত হওয়া বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করছে। এসব তরুণ প্রজন্মকেও ভুল পথে পরিচালিত করছে! দয়া করে এটা বন্ধ করুন।'
তিনি আরও যোগ করেন— 'আপনি আমার, সাকিবের বা মাশরাফির ভক্ত হতে পারেন। কিন্তু যখন দল খেলবে, তখন সবার আগে বাংলাদেশের ভক্ত হন।' 'এই তরুণ দলকে সমর্থন করুন, তারা ভুল করতেই পারে। কিন্তু এটাই আমাদের দল, আমাদের ভবিষ্যৎ। দয়া করে সবাই একসঙ্গে থাকুন।'
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত