তাপমাত্রা ৮ ও ৯ এর ঘরে, পঞ্চগড়ে শীতবস্ত্র কিনতে ১৫ লাখ টাকা বরাদ্দ

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৯ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৫

পঞ্চগড়ে এবারে শীত মৌসুমে জেলা প্রশাসন সরকারিভাবে শীতার্ত মানুষের মাঝে ১২ হাজার কম্বল বিতরণ করেছে। এরমধ্যে শীতবস্ত্র কিনতে আরো ১৫ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে।বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ সাবেত আলী।

জানা যায়,শীত মৌসুমে ডিসেম্বর ১৭ তারিখ পর্যন্ত জেলার পাচঁটি উপজেলায় দু:স্থ ও অসহায় মানুষের মাঝে ১২ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
অগ্রায়ণের শেষে এসে পঞ্চগড়ে জেঁকে বসেছে কনকনে শীত। তবে তিন দিন ধরে দিনে ঝলমলে রোদ দেখা গেছে।এর আগে সপ্তাহ ধরে আকাশ ছিল মেঘাছন্ন। চারদিকে কুয়াশার আবরণে ঢেঁেক পড়ে। এতে জনজীবন অনেকটাই বির্পযস্ত হয়ে পড়ে। মাঠে-ঘাটে কৃষাণ কৃষানি ও  জীবীকার তাগিদে কাজে যাওয়া শ্রমজীবীরা পড়ে বিপাকে। দিনের রোদে কিছুটা স্বস্তি থাকলেও পড়ন্ত বিকেল তা হারিয়ে যায়। মেঘে ঢেঁকে পড়ে রোদ।

এদিকে মঙ্গলবার তেতুঁলিয়া আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, রবিবার ৯ দশমিক ৪  ও শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে গত শুক্ররবার ১৩ ডিসেম্বর সর্ব নিম্নতাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা এমৌসুমের সর্ব নিম্ন তাপমাত্রা বলে জানায় তেতুঁলিয়া আবহাওয়া অফিসের কর্মকর্তারা।
তেতুঁলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যব্ক্ষেক রোকনুজ্জামান জানান এখন মৃদু শৈত্য প্রবাহ প্রবাহ আছে এমন অবস্থা আরো ২-৩দিন থাকবে। এর সাথে ঘনকুয়াশায়ও অব্যাহত থাকতে পারে।  

এদিকে শীতবস্ত্র বিতরণ নিয়ে জেলা প্রশাসক মোঃ সাবেত আরী বলেন ‘ ইতোমধ্যে ১২ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়া শীতবস্ত্র কিনতে সরকারীভাবে ১৫ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। সেই টাকা শীতবস্ত্র কিনতে পাঁচ উপজেলায় ৩ লাখ টাকা করে দেওয়া হয়েছে।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত