তানবীর সিদ্দিকী র ইতালি আগমন উপলক্ষে ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের মতবিনিময় সভা
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ১৩:২১ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৫২
চেন্জ মেকারস্ এর প্রধান নির্বাহী, আইনজীবী ও মানবাধিকার কর্মী, ফ্রিল্যান্স সাংবাদিক তানবীর সিদ্দিকী র ইতালির ভেনিস আগমন উপলক্ষে গত শনিবার সন্ধ্যায় ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির আয়োজনে মতবিনিময় সভার আয়োজন করা হয় । ভেনিস বাংলা স্কুল কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তানবীর সিদ্দিকী । প্রবাসে সাংবাদিকতা ও সংবাদের মান, সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ সহ নানা বিষয়ে কথা বলেন তিনি। সততার সাথে, কারোকাছে নিজেকে বিকিয়ে না দিয়ে নিরপেক্ষ ভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার কথা বলেন তিনি । ইতালিতে যারা কঠোর পরিশ্রম করে বিভিন্ন পেশায় সফল হয়েছেন তাদের কথা সংবাদ মাধ্যমে তুলে ধরার আহবান জানান তিনি । সে সময় উপস্থিত ছিলেন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক , কলামিস্ট পলাশ রহমান , যুগ্ম আহবায়ক সোহানুর রহমান উজ্জল , প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এসকে এমডি জাকির হোসেন সুমন , সাধারন সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল , সাংবাদিক মোহাম্মদ জুম্মন অনিক , সজিব আল হোসাইন , সোহেলা আক্তার বিপ্লবী , শাইখ আহমেদ , শরীফুল টগর প্রমূখ । সে সময় তানবীর সিদ্দিকী কে ফুলের শুভেচ্ছা জানান সাংবাদিকরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত