তাইফুর রহমানের কবিতা
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৯ | আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৩:০০
আমার মাতৃভূমি
প্রিয় এ দেশ বাংলা আমার
সব দেশের হয় সেরা
চারদিকে রুপটা দেখি
খুব সবুজে ঘেরা।
প্রজাপতি ফুল বাগিচায়
মন খুশিতে নাচে
দোয়েল কোয়েল ময়না শ্যামা
ডাকে গাছে গাছে।
দেখে আমার মন ভরে যায়
সোনার ফসল মাঠে
চাষী ভাইয়ের মুখে হাসি
সোনার ফসল কাটে।
মাছের আশায় জেলে ভাই
থাকে নদীর বুকে
প্রিয় দেশের মানুষ সবার
মনটা ভরা সুখে।
ফুলে ফলে ভরা এ দেশ
ছয়টি ঋতু আছে
প্রিয় দেশের গল্প চলে
সব মানুষের কাছে।
টাকা
ছুটছে সবে টাকার পিছু
ন্যায় নীতি সব বাদ
চললে এমন পাবনা আর
সফলতার স্বাদ।
মানুষও আজ হত্যা যে হয়
এই যে টাকার লোভ
হানাহানি ঝগড়া বিবাদ
বাড়ছে মনের ক্ষোভ।
লাগবে টাকা টাকার নেশা
দেখতে চোখে পাই
আপন মানুষ পর করে আজ
এই টাকাতে ভাই।
টাকার জোরে কেউবা দেখি
করছে খারাপ কাজ
কেউবা আবার আইন মানেনা
দেখছি চোখে আজ।
মানবতা আজকে কোথায়
জাগছে মনে ভয়
টাকার পিছে ছুটছে মানুষ
কথা মিছে নয়।
জীবন
জীবন মানে জয় পরাজয়
সুখের দুখের খেলা
তাড়াতাড়ি যায় যে চলে
জীবনের এই বেলা।
পরাজয়ের ভয়ে যারা
থাকবে বসে ঘরে
তারা কিন্তু এই জীবনে
দুঃখের জীবন গড়ে।
মনে যাদের থাকবে সাহস
থাকবে সঠিক নীতি
সফলতা পাবে তারা
দূর হবে সব ভীতি।
জীবন মানে হাসি কান্না
কিবা আঁধার আলো
বিজয় তোমার আসবে পথে
কাজ করা চাই ভালো।
সফলতা বিফলতা
এই জীবনে আসে
ন্যায়ের পথে থাকতে হবে
শান্তি পাবে কাছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত