দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন

তাইওয়ানে পেলোসির সফর; বাইডেনকে যে অনুরোধ করেছিলেন শি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২২, ০৯:৪৭ |  আপডেট  : ১৭ এপ্রিল ২০২৪, ১৯:২৮

তাইওয়ানে মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির সফর নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল চীন। ওই সফরকে ঘিরে তাইওয়ানের আশেপাশের এলাকায় সামরিক মহড়া চালিয়েছিল তারা। এমন সফরকে ‌‘উসকানিমূলক’ বলেও আখ্যা দিয়েছে চীন। এই সফর ঘিরে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও তিক্ত হয়েছে।

এবার হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ওই সফর বন্ধে  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অনুরোধ জানিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ২৮ জুলাই ফোনালাপের সময় শি এ আহ্বান জানান বলে উল্লেখ করা হয়েছে।

তবে শির সেই আহ্বান যে প্রত্যাখান করা হয়েছিল সেটি তো এরইমধ্যে সবাই জেনে গেছে। চীনকে চমকে দিয়ে তাইওয়ানের মাটিতে পা রেখেছিলেন যুক্তরাষ্ট্রের স্পিকার। ১৯৯৭ সালের পর এটি ছিল তাইওয়ানে কোনও মার্কিন হাউস স্পিকারের প্রথম সফর।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন শিকে বলেছিলেন যে তিনি পেলোসিকে ‘বাধ্য করতে পারেন না’। কারণ মার্কিন কংগ্রেস সরকারের একটি স্বাধীন শাখা এবং পেলোসি বিদেশি সফরের বিষয়ে নিজের সিদ্ধান্ত নেবেন।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত