গরমে চাহিদা বেশি, সরবরাহ কম
তরমুজের দাম প্রতিদিনই বাড়ছে
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ১৪:৫৪ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০১:০৭
একদিকে প্রচণ্ড গরমে চাহিদা বেড়েছে রসালো ফল তরমুজের। অন্যদিকে সরবরাহ কমে এসেছে। এতেই ঢাকা শহরে মৌসুমী এই ফলটির দাম অস্বাভাবিক বেড়ে গেছে। বাজার ঘুরে দেখা যায়, প্রায় প্রতিদিনই বাড়ছে তরমুজের দাম। মাত্র এক সপ্তাহের মধ্যে তরমুজের দাম বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। অনেক ক্রেতাই দাম শুনে তরমুজ না কিনে ফিরে যাচ্ছেন।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কিছুদিন আগেই ৮-১০ কেজি ওজনের তরমুজ বিক্রি হয়েছে ৩০-৪০ টাকা কেজি। এখন বড় তরমুজের সরবরাহ কম। বাজারের বেশিরভাগ ছোট তরমুজ। এই ছোট তরমুজ মানভেদে কেজি বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা। কোনো কোনো ব্যবসায়ী কেজির বদলে পিস হিসেবে বিক্রি করছেন। তারা দাম রাখছেন ২০০ থেকে ২৫০ টাকা। কিছুদিন আগে এই তরমুজের পিস ১০০-১২০ টাকা বিক্রি হয়েছে।
ব্যবসায়ীরা আরও জানিয়েছেন, বাজারে এখন খুলনার তরমুজ বেশি। এই তরমুজ আকারে ছোট, তবে মিষ্টি বেশি। আর বরিশালের তরমুজ আকারে বড়, তবে এখন এই তরমুজের সরবরাহ কম এবং চাহিদাও কম। বরিশালের তরমুজ প্রায় শেষ হয়ে এসেছে। সেইসঙ্গে প্রচণ্ড গরমে তরমুজের চাহিদা বেড়েছে। এ কারণেই হুট করে তরমুজের দাম বেড়ে গেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত