ঢামেক মসজিদে আগুন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩, ১৭:০৫ |  আপডেট  : ৩০ এপ্রিল ২০২৪, ০৩:০৮

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতি সংলগ্ন বায়তুল নাজাত জামে মসজিদের চতুর্থ তলার ছাদে একটি টিনশেড রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (৩০ আগস্ট) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। রুমে থাকা একটি ফ্রিজ ও কিছু আসবাবপত্র পুড়ে গেছে।  

তিনি আরও জানান, ওই রুমে দুইজন যুবক থাকতেন। তবে ঘটনার সময়ে তারা ছিলেন না। দুইজনের মধ্যে একজন মাজহারুল ইসলাম, আরেকজন বার্ন ইউনিটের স্টাফ। মাজহারুল দুপুরে বাইরে থেকে ধোঁয়া দেখতে পেয়ে রুমের দরজা খুলে ফ্রিজের পাশে বৈদ্যুতিক তারে আগুন দেখতে পান। পরে নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত