ঢাকায় পৌঁছালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন শেখ হাসিনা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২১, ১০:২৬ |  আপডেট  : ১৮ মে ২০২৪, ০৪:৫০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা পৌঁছালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার (১৯ মার্চ) সকাল ১০টার কিছুক্ষণ আগে ২৮ সদস্যের প্রতিনিধি দল নিয়ে তিনি হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। এসময় বিমানবন্দরে তাকে দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা। বিকালে তিনি যোগ দেবেন জাতীয় প্যারেড স্কয়ারে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের অনুষ্ঠানে।

সফরসূচি অনুসারে ঢাকায় বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে এখন তিনি রওনা হয়েছেন সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে। সেখানে তিনি নিহত শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। পরে হোটেল সোনারগাঁওয়ে বিশ্রাম শেষে বিকালে যোগ দেবেন জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে। সেখানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেবেন। রাতে তার সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন রাজাপক্ষে।

আগামীকাল সফরের দ্বিতীয় দিন সকালে তিনি ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। সেখান থেকে চলে যাবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। দুই প্রধানমন্ত্রীর বৈঠক শেষে উভয় দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে।

বিকেলে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ শেষে সরাসরি চলে যাবেন বিমানবন্দরে। সন্ধ্যায় বিশেষ বিমানে ২৮ সদস্যের সফরসঙ্গী নিয়ে ঢাকা ত্যাগ করবেন তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত