জনির লাশ কাউনিয়ায় দাফন
ঢাকায় নিখোঁজের ৬দিন পর লাশ উদ্ধার
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১৯:৩১ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:১৪
নিখোঁজ হওয়ার ৬দিন পর ঢাকার আশুলিয়া থানার বলিভদ্র এলাকার জুতার দোকানের কর্মচারী জনি (২৮) এর লাশ কাউনিয়ায় গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। জনির লাশ আশুলিয়া থানার বলিভদ্র শিউলি হলের পিছনে খালের পানিতে ভাসতে দেখে গত সোমবার উদ্ধার করে আশুলিয়া থানার পুলিশ। পরে তার লাশ নিয়ে এসে মঙ্গলবার রাতে কাউনিয়ার হরিচরণ লস্কর গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
নিহতের চাচাতো ভাই শামীম মিয়া বলেন আমার চাচা হরিচরণ লস্কর গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের পুত্র জনি মিয়া জীবিকার তাগিদে ঢাকার আশুলিয়া থানার বলিভদ্র এলাকায় একটি জুতার দোকানের কর্মচারী হিসেবে কয়েক বছর ধরে চাকুরী করে আসতেছে। ৬দিন আগে রাত ১০ টার দিকে জুতার দোকানের ডিউটি শেষে বাড়িতে এসে জনি তার স্ত্রী কে খিচুড়ি গরম করার কথা বলে ভাড়া বাসা থেকে বের হয়ে যায়। কিন্তু রাত গড়িয়ে সকাল এমন কি ৫দিন অতিবাহিত হলেও তার কোন খোঁজ খবর না পাওয়ায় আশুলিয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের লোকজন। ৬ দিনের মাথায় গত সোমবার আশুলিয়া থানার বলিভদ্র বাজারের শিউলি হলের পিছনে খালের পানিতে একটি লাশ ভাসতে দেখে পুলিশ কে খবর দেয় স্থানীয় লোকজন। জনির স্ত্রী একটি লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে তার স্বামী জনির লাশ বলে শনাক্ত করেন। পুলিশ লাশ উদ্ধার করে আশুলিয়া থানায় নিয়ে আসে। পরিবারের লোকজন ধারনা করছেন তাকে দূস্কৃতিকারীরা হত্যা করে খালের পানিতে ফেলে দিয়ে চলে যায়। পুলিশ নিহত জনির লাশ ময়না তদন্ত শেষে মঙ্গলবার সকালে স্ত্রী সহ আত্মীয় স্বজনের নিকট হস্তান্তর করে। ওইদিন রাতে উপজেলার হরিচরণ লস্কর গ্রামের বাড়িতে জনির লাশ আসলে এক হৃদয় বিদারক দৃর্শ্যর সৃষ্টি হয়। পরে রাত ১২টার দিকে জানাযা নামাজ শেষে জনির লাশ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত