উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে সফরের আমন্ত্রণ
ঢাকায় উজবেকিস্তানের মিশন ও সরাসরি ফ্লাইট চায় বাংলাদেশ
প্রকাশ: ১২ জুন ২০২৪, ১১:৫৬ | আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ২০:৫৯
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বখতিয়র সাইদভকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (১১ জুন) তাসখন্দে উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
উজবেক পররাষ্ট্রমন্ত্রী দুদেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ে জোর দেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাসখন্দে অনুষ্ঠিত বৈঠকে দুদেশের দ্বি-পক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। উভয়পক্ষ দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য উচ্চ পর্যায়ের রাজনৈতিক সফর বিনিময়ের ওপর বিশেষভাবে জোর দিয়েছে। এছাড়া টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল ও কৃষি পণ্যের ক্ষেত্রে আরও ব্যবসায়িক সংযোগ স্থাপন এবং যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে। তারা পর্যটন ও সাংস্কৃতিক সহযোগিতার মাধ্যমে জনগণের সঙ্গে যোগাযোগের ওপর জোর দেন।
পররাষ্ট্র আরও মন্ত্রণালয় জানায়, ঢাকা-তাসখন্দের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ এবং ঢাকায় উজবেকিস্তানের মিশন খোলার বিষয়ে বিষয়ে অনুরোধ করেছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উজবেক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পররাষ্ট্র সচিব হাছান মাহমুদের পক্ষে বাংলাদেশ সফরের জন্য সাইদভকে একটি চিঠি হস্তান্তর করেন।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত